LalmohanNews24.Com | logo

১১ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ | ২৫শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ

জানাজা শেষে পানিতে ভাসিয়ে দেয়া হলো লাশ!

জানাজা শেষে পানিতে ভাসিয়ে দেয়া হলো লাশ!

কোথাও একটুকু শুকনো জমি নেই দাফন করার। চারদিকে হাঁটু সমান পানি। বন্যার পানিতে তলিয়ে গেছে বসতভিটা ও ফসলি জমি। বাধ্য হয়ে তাই পানিতেই জানাজা শেষে কলার ভেলায় ভাসিয়ে দিয়েছে লাশ।

বৃহস্পতিবার রাতে বন্যার পানিতে ভেসে আসা সাপের কামড়ে মৃত্যু হয় মজিবর রহমান নামে এক বৃদ্ধের। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি পশ্চিমপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে।

চর আমখাওয়া ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান জানান, নিজ বাড়িতে মজিবর রহমানকে কামড় দেয় সাপ। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়ার সময় মৃত্যু হয় তার।

শুক্রবার সকালে বাড়ির মাঠে হাঁটু সমান পানিতেই তার জানাজা হয়। দাফন করার মতো কোথাও শুকনো জমি না থাকায় কলার ভেলায় করে ভাসিয়ে দেয়া হয় তার লাশ।

Facebook Comments Box


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

  • সম্পাদক ও প্রকাশক:

    মোঃ জসিম জনি

    মোবাইল: 01712740138
  • নির্বাহী সম্পাদক: হাসান পিন্টু
  • মোবাইলঃ০১৭৯০৩৬৯৮০৫
  • বার্তা সম্পাদক: মো. মনজুর রহমান