চলতি বছরের মাঝামাঝি সময়ে করোনা মহামারি শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুস। তবে এর সঙ্গে একটি শর্ত জুড়ে দিয়েছেন। বিশ্বের ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে হবে আগামী জুন-জুলাইয়ের মধ্যে। খবর আল জাজিরা’র।
ডব্লিউএইচও প্রধান শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন।
টিকা কর্মসূচির ওপর জোর দিয়ে তেদ্রোস আধানম গেব্রিয়াসুস বলেছেন, সারা বিশ্বে ৭০ শতাংশ মানুষকে টিকাদানের লক্ষ্যমাত্রা যদি অর্জন করা যায়, তাহলে সত্যি এই মহামারি বিদায় নেবে। আর তা-ই আমরা প্রত্যাশা করছি।
টিকা প্রদানের কার্যক্রম নিজেদের হাতে উল্লেখ করে ডব্লিউএইচও প্রধান আরও বলেন, এটা ঠিক সুযোগ নেয়ার বিষয় নয়। এই টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জন করব কিনা, সেটা আমাদের বেছে নেয়ার বিষয়। -এইচপি
‘৮৩ বছর বয়সে ৩৫ বছরের স্ত্রীকে দিলেন মাতৃত্বের স্বাদ!’
1448 Shares Share on Facebook Share on Twitter বয়স যে......বিস্তারিত