LalmohanNews24.Com | logo

১৫ই অগ্রহায়ণ, ১৪২৭ বঙ্গাব্দ | ৩০শে নভেম্বর, ২০২০ খ্রিস্টাব্দ

চরফ্যাসনে শিশুকন্যা ধর্ষণচেষ্টা,মামলা দায়ের

চরফ্যাসনে শিশুকন্যা ধর্ষণচেষ্টা,মামলা দায়ের

চরফ্যাসনের দুলারহাটে তৃতীয় শ্রেণী পড়ুয়া স্কুলছাত্রীকে  ধর্ষণচেষ্টার অভিযোগ ষাটোর্ধ বৃদ্ধ মোস্তফাকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে । মঙ্গলবার রাতে  ভিক্টিম শিশুর মা বাদী হয়ে  দুলারহাট থানায় মামলাটি দায়ের করেন।  মঙ্গলবার দুপুরে নীলকমল ইউনিয়নের চরযমুনা গ্রামে মাকসুদুর রহমান একাডেমি(কেজি স্কুল)’র নির্জন কক্ষে শিশু ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে।অভিযুক্ত মোস্তফা একই বাড়ির মৃতঃ সামসুল হকের ছেলে।

ভিক্টিম শিশুর মা এজাহারে দাবী করেন, অভিযুক্ত মোস্তফা এবং তারা একই বাড়িতে বসবাস করেন। সম্পর্কে মোস্তাফা শিশুর চাচা হন। ঘটনারদিন দুপুরে তার শিশুকন্যা বাড়ি সংলগ্ন  মাকসুদুর রহমান একাডেমি(কেজি স্কুল) সংলগ্ন ফারজি বাড়ির দাড়জায় খেলছিলো।  এসময় মোস্তফা তার শিশুকন্যকে ফুসলিয়ে স্কুলের নির্জন কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশু কন্যার ডাকচিৎকারে প্রতিবেশী এক নারী ছুটে এলে মোস্তফা পালিয়ে যায়।

দুলারহাট থানার ওসি মো. মুরাদ হোসেন জানান,একমাত্র আসামীকে গ্রেফাতারে চেষ্টা চলছে।

Facebook Comments


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!! মোঃ জসিম জনি