1523
Shares
ভোলার চরফ্যাশনে সংখ্যালঘু স্কুল শিক্ষকের জমি জবর দখল করে ওই জমিতে বিদ্যমান স্কুল শিক্ষক নির্মল চন্দ্র দাসের ঘর ভাংচুর করা হয়েছে।
সোমবার দুপুরে দখলদার দুর্বৃত্তদল দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে চর নীল কমল মৌজার নুরাবাদ গ্রামের ওই বাড়িতে হামলা করে। ভাংচুর করে ঘরের ভেতরে চুলাচাক্কি। খবর পেয়ে দুলারহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌছলে হামলাকারীরা পালিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা চলছে। তবে দুলারহাট থানা পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে।
স্কুল শিক্ষক নির্মল চন্দ্র দাস অভিযোগ করেন, ২২ বছর আগে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তৎকালিন বিএনপি নেতা ও ইউপি সদস্য রতন মিলেটারী তার (নির্মল)’র পৈত্রিক বাড়ি দখল করে নেয়। বাড়িটি দখল মুক্ত করার জন্য দীর্ঘ প্রচেষ্টা শেষে ২০২১ সনের ২৩ ফেব্রুয়ারী নির্মল চন্দ্র দাস চরফ্যাসন উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করেন। আবেদন পর দখলকারী দুর্বৃত্তরা নির্মল চন্দ্র দাসকে দেশত্যাগের হুমকী দিতে শুরু করেন। অব্যহত হুমকীর মুখে নিরাপত্তা সংশয়ে থাকা নির্মল চন্দ্র দাস গ্রাম ছেড়ে উপজেলা সদরে একটি বাড়িতে আশ্রিত হিসেবে থাকছেন। পাশাপাশি বিরোধীয় জমিতে নিজের ভিটায় আচিয়া নামে একজন বিধবা গৃহহীনকে আশ্রিত হিসেবে রাখেন।
গতকাল সোমবার দুপুরে দখলদার মাইনুল-শাহ আলমের হয়ে ভাড়াটিয়া দুর্বৃত্ত আবদুল্লাহর নেতৃত্বে ৮/১০ জনের একটি দুর্বৃত্তদল দেশীয় অস্ত্র লাঠিসোডা নিয়ে আশ্রিত বিধবা আচিয়ার ঘরে হামলা ভাংচুর করে। হামলাকারীরা নির্মল চন্দ্র দাসের ঘরটি দখলে নেয়ার চেষ্টা করেন। খবর পেয়ে উপ-পরিদর্শক আতিকুর রহমানের নেতৃত্বে দুলারহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌছলে হামলাকারী দুর্বৃত্তরা পালিয়ে যায়।
আশ্রিতা আচিয়া বেগম জানান, লাঠিসোডা ও দা ছেনী নিয়ে লোকজন হামলা করে তাকে ঘর ছেড়ে চলে যেতে বলে। ঘর না ছাড়লে মেরে ফেলার হুমকীও দিয়েছে। এখন তিনি ডর-ভয়ে আছেন।
বাড়ির মালিক নির্মল চন্দ্র দাস অভিযোগ করেন, ২০০১ সনে বিএনপি জামায়াত জোট ক্ষমতার থাকার সময় দলীয় ক্ষমতা ব্যবহার করে তৎকালিন ইউনিয়ন বিএনপির সভাপতি রতন মিলেটারী তার বাড়িটি দখল করে। রতন মিলেটারীর ছেলে মাইল শাহ আলম স্থানীয় সন্ত্রাসী আবদুল্লাহকে ব্যবহার করে এখন জবর দখল বহাল রেখেছেন। এই চক্র কারো কথা শুনছেন না, মানছেন না। তারা আমাকে দেশ ছেড়ে যেতে হুমকী দিচ্ছেন। আমি নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
উপ-পরিদর্শক আতিকুর রহমান জানান ,স্থানীয় একটি প্রভাবশালী চক্র সংখ্যালঘু স্কুল শিক্ষক নির্মল চন্দ্র দাসের বাড়ি দখল করে নিয়েছে। হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই দুর্বৃত্তদল পালিয়ে যায়। দুর্বৃত্ত এই দলটি স্থানীয়ভাবে প্রভাবশালী। তারা কারো কথাই মানতে চায়না। ফলে শান্তিভঙ্গের আশংকা আছে।
দুলারহাট থানার ওসি মো. মোরাদ হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। কোন পক্ষ থেকে এখনো কোন অভিযোগ দেয়া হয়নি। কেউ শান্তিভঙ্গের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। -এইচপি
Facebook Comments Box
‘৮৩ বছর বয়সে ৩৫ বছরের স্ত্রীকে দিলেন মাতৃত্বের স্বাদ!’
1448 Shares Share on Facebook Share on Twitter বয়স যে......বিস্তারিত