ভোলার চরফ্যাশনের মধুমতি ব্যাংকে ৮ কোটি ৭৫ লাখ টাকার আর্থিক গড় মিলের সাথে জড়িত থাকার সন্ধেহে সহকারী ম্যানেজার কিশোর কুমার দেবনাথসহ ছয় স্টাফকে আটক করেছেন চরফ্যাশন থানা পুলিশ। আটককৃত অপর স্টাফরা হলেন- জিয়া হায়দার, জিয়া, হুমায়ুন কবির, ফারুক, জাহের হোসেন লিটন।
রবিবার সন্ধায় তাদের আটক করলেও সোমবার বিকেলে এরিপোর্ট লেখা পর্যন্ত তারা থানা পুলিশ হেফাজতে রয়েছেন।
আটকের বিষয়ে জানতে চাইলে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মনির হোসেন মিয়া স্থানীয় সাংবাদিকদের এ বিষয়ে পরে জানাবেন বলে এড়িয়ে যান।
এবিষয়ে জানতে চাইলে মধুমতি ব্যাংকের চরফ্যাশন শাখার ব্যবস্থাপক ইয়াসিন উদ্দিন সোহেল বলেন- ব্যাংকে অডিট চলছে। ব্যস্ত আছি। পরে কথা বলুন।
অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন) মো. রাসেলুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন- এবিষয়টি জানা নেই, জেনে জানাতে পারবো।
একটি সুত্র জানায়, ৮ কোটি ৭৫ লক্ষ টাকার আর্থিক অনিয়মের বিষয়ে তাদেরকে থানায় আটক করা হয়েছে। এবিষয়ে কর্তৃপক্ষ দুদকে রিপোর্ট প্রেরণ করেছেন। দুদক ব্যবস্থা নিবে।
‘বাংলাদেশ ও ভারতকে যুক্ত করছে যে নদীসেতু’
Jasim Jany: বাংলাদেশ ও ভারত সীমান্তে দুই দেশের মধ্যে সংযোগের জন্য ফেনী......বিস্তারিত