এইচ আর চৌধুরী জাহিদ, চরফ্যাশন প্রতিনিধিঃ বিকাশ কর্মীর সহযোগিতায় ১৭ লাখ টাকা ছিনতাইয়ের প্রধান আসামী মো. আলাউদ্দিনকে বৃহস্পতিবার ভোররাতে শশীভুষন থানার উত্তর চর মঙ্গল এলাকা ৬ নং ওয়ার্ড থেকে অফিসার ইনচার্জ হানিফ সিকদার গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করেছেন । তার বিরুদ্ধে শশীভুষণ থানায় ২টি হত্যা, অপহরন, চুরি, ছিনতাই, মাদক মামলা রয়েছে।
থানা সুত্র আরও জানান, চরকলমী ইউনিয়নের উত্তর চরমঙ্গল গ্রামের ৬ নং ওয়ার্ডের আলাউদ্দিন (৩০) মোশারেফ হোসেনের ছেলে। সে দীর্ঘ বছর যাবৎ এলাকায় অপরাধের রাজত্ব করে আসছিল। ছিনতাই, চুরি, মাদক, অপহরন, মুক্তিপন আদায় করে তার কাছে জমা দেওয়ার পর বন্টন করা হতো। বিগত বছর অপি নামক এক বিকাশ কর্মীর সহযোগিতায় ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় অপিকে পুলিশ সন্দেহ জনক ভাবে আটক করলে সে আলমগীরের নের্তৃত্বে ঘটনা ঘটানোর কথা বলে দেয়। পুলিশ ইতিপুর্বে ৪ জনকে আটক করলেও আলমগীর গাঁ ডাকা দিয়ে থাকে। ঘটনার রাতে পুলিশ হানিফ সিকদারের নের্তৃত্বে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেছে। এছাড়াও চরফ্যাশন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন।
হাসান পিন্টু
‘মাঙ্কিপক্স প্রতিরোধে স্থলবন্দর-চেকপোস্টে সতর্কতা জারি’
1545 Shares Share on Facebook Share on Twitter কানাডা, যুক্তরাষ্ট্র......বিস্তারিত