ভোলার চরফ্যাশন উপজেলায় মালবাহী ট্রাকের পিছনে ধাক্কা লেগে মো. রিয়াজ (২৭) নামের ব্যাটারীচালিত এক অটোরিকশার চালক নিহত হয়েছে। নিহত রিয়াজ উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের দক্ষিণ নাজিমুদ্দিন গ্রামের আজগর হাওলাদারের ছেলে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) সকালে চরফ্যাশন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শরীফপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে মো: রিয়াজ তার অটোরিকশাটি নিয়ে চরফ্যাশন বাজার থেকে দক্ষিণ দিকে যাচ্ছিলেন। এসময় চরফ্যাশন বাজারের দক্ষিণ পাশে শরীফপাড়া এলাকায় একটি মালবাহী ট্রাক হঠাৎ ব্রেক করে। এতে তাৎক্ষণিক অটোরিকশাটি নিয়ন্ত্রণ করতে না পারায় ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে রিকশা চালক রিয়াজ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার কর চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মুরাদ হোসেন জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
‘রজব মাসের ফজিলত ও আমল’
1436 Shares Share on Facebook Share on Twitter ‘রজব’ শব্দের......বিস্তারিত