এম,আর পারভেজ।। ভোলার লালমোহনের রমাগঞ্জ ইউনিয়ানের আজাহার রোড এলাকার নির্মান শ্রমিক মোঃ জাকির হোসেন (৩৬) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারী বাড়ী থেকে চট্টোগ্রাম যাওয়ার পথে জোনাকী পরিবহনের একটি বাস ফেনি জেলার বারির হাট এলাকায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলেিএ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই লালমোহন আজাহার রোড এলাকার ৪ সন্তানের জনক মৃত বদিউজ্জামানের ছোট ছেলে মোঃ জাকির হোসেন সহ আরও ৩ জন নির্মম ভাবে নিহত হয়।
জানা যায়, ঐ বাসে আরও ১৫ যাত্রী আহত হয়। জাকির চট্টগ্রামে দীর্ঘ দিন নির্মান শ্রমিকের কাজ করেন। তাকে আজ বুধবার ১৪ ফেব্রুয়ারী নিজ এলাকার মসজিদে মদিনার কবর স্থানে দাফন করা হয়। মরহুমের পরিবারবর্গ তার রুহের মাগফেরাত কামনার জন্য দোয়া চেয়েছেন।
‘প্রেমিকের গায়ে হলুদ, প্রেমের বিষে নীল হলো স্কুলছাত্রী’
1635 Shares Share on Facebook Share on Twitter প্রেমিকের গায়ে......বিস্তারিত