চিত্র বিচিত্র ডেস্কঃ হৃদের পানি সবসময় নীলই হয়! কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য যে হিলার লেক নামের এই হ্রদের পানির রঙ গোলাপী! এটি অস্ট্রেলিয়ার একটি হ্রদ।
হিলার লেক পর্যটকদের মধ্যে খুবই জনপ্রিয়। এই হ্রদটি অন্য হ্রদের চেয়ে ছোট। এর বর্গ এলাকা শুধুমাত্র ৬০০ মিটার। এই হ্রদ চারপাশ থেকে পেপারওয়ার্ক এবং ইউক্যালিপ্টাস গাছ দ্বারা বেষ্টিত রয়েছে।
এখন আপনি নিশ্চয়ই জানতে চাইছেন যে এই লেকের পানির রঙ গোলাপী কেন?
হিলার লেকের গোলাপী রঙের পেছনে রয়েছে শেত্তলা এবং ব্যাকটেরিয়া, যা কোনো ক্ষতি করে না।
বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, এই হ্রদের লবণের পরিমাণ যথেষ্ট পরিমাণে রয়েছে তা সত্ত্বেও এখানে সাঁতার কাটা হলো নিরাপদ।
‘বিএনপিকে জবাব দিতে আ.লীগ মাঠে থাকবে: তোফায়েল আহমেদ’
1553 Shares Share on Facebook Share on Twitter আওয়ামী লীগ......বিস্তারিত