নির্বাচন প্রসঙ্গে দলের এই শীর্ষ নেতা আরও বলেন, আমরা কোনও পাতানো নির্বাচন চাই না। যে জায়গায় ভোটারদের ভোটের অধিকার নেই সে ধর?নের কোনও নির্বাচন আমরা চাই না। বেগম জিয়াকে ছাড়া বিএনপি কোনও নির্বাচনে যাবে না।
হা?ফিজ ব?লেন, নির্বাচনের সময় সহায়ক সরকার ও সেনাবাহিনী মোতায়েন করতে হবে। ৫ জানুয়ারির মতো আর কোনও নির্বাচন বাংলাদেশে হতে দেয়া যাবে না। য?দি আওয়ামী লীগ তা কর?তে চায় তাহ?লে কারচুপির নির্বাচন প্রতিরোধ করার জন্য বিএনপি এবং ২০ দলের পক্ষ থেকে খালেদা জিয়ার অনুমতিক্রমে কর্মসূচি দেয়া হ?বে।
সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, চতুরতায় আওয়ামী লীগ চ্যাম্পিয়ন হয়ে গেছে। আওয়ামী লীগের বুদ্ধির উৎসের উল্লেখ করে বিশেষ অতিথির বক্তব্যে জাফরুল্লাহ চৌধুরী বলেন, এইসব বুদ্ধি আসে ভারত থেকে। তারা তো অন্যের বু?দ্ধি?তে চ?লে। অন্যের বুদ্ধি দি?য়ে চালাকি করে কেউ কোনও দিন রেহাই পাই নাই, পাবেও না বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছি?লেন- মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক ও এডভোকেট শিরিন সুলতানা প্রমুখ।
‘স্কুলে পুড়ে মরল ২০ শিশু শিক্ষার্থী’
নাইজারে খড়ের তৈরি একটি স্কুলে অগ্নিকাণ্ডে প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের অন্তত ২০টি......বিস্তারিত