নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমাদের ঐক্যের মধ্যে ফাটল ধরানোর চক্রান্ত চলছে। কোথায় কোথায় এইসব চক্রান্তের বৈঠক চলছে আমরা জানি, পর্যবেক্ষণ করছি খোঁজ খবর আমাদের কাছে আছে। চক্রান্তের ফাঁদে কেউ পা দেবেন না।
সোমবার বিকালে রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কর্মীসভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আমরা বিজয়ী হবো এটা যখন প্রতিপক্ষ (বিএনপি) বুঝতে পেরেছে ঠিক তখনই তারা চক্রান্তের চোরাগলি বেছে নিয়েছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আল্লাহর রহমতে, কোনো অপশক্তি আমাদের বিজয়কে ঠেকাতে পারে না।’
বিএনপি চেয়ারপারসনের কারাদণ্ড প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাংলাদেশে কোনো নেতা বা নেত্রীর কারাদণ্ড হলে পাকিস্তানের সংসদে এদেশকে নিয়ে কটাক্ষ করা হয়। কারণ পাকিস্তানের বন্ধুরা এক্ষেত্রে উৎসাহ দেয়।
তিনি বলেন, লেগেই আছে পাকিস্তানের বন্ধুরা। পাকিস্তান আমাদের ভালো চায় না কখনো। উন্নয়নের সব সূচকে আজ তারা আমাদের চেয়ে পিছিয়ে। হ্যাঁ, তাদের শুধু একটা জিনিস আছে- পরমাণু বোমা। কিন্তু আমাদের কোনো পরমাণু বোমার দরকার নেই। আমাদের জনগণই আমাদের পরমাণু বোমা। সকল অপশক্তিকে এর মাধ্যমে পরাজিত করা হবে।
হাসান পিন্টু
‘বিএনপিকে জবাব দিতে আ.লীগ মাঠে থাকবে: তোফায়েল আহমেদ’
1553 Shares Share on Facebook Share on Twitter আওয়ামী লীগ......বিস্তারিত