রোমানুল ইসলাম সোহেব, দৌলতখান থেকে: এখন থেকে পবিত্র রমজান মাস শুরু। কিন্তু প্রতিদিনই জিনিসপত্রের দাম বাড়ছে। এরমধ্যে সবথেকে বেশি বেড়েছে মুরগির দাম। দৌলতখানে কক মুরগির দাম বেড়েছে কেজিতে ৫০টাকা। আর মাছের বাজারে তো আগুন লেগেই আছে। এতে ক্রেতাদের মধ্যে অস্বস্তি দেখা দিয়েছে। দৌলতখান প্রশাসনের মনিটরিং থাকলেও তাতে কোনো কাজ হচ্ছে না। যদিও চাহিদার তুলনায় সরবরাহ বেশি, তারপরও জিনিসপত্রের দাম বাড়ছেই। কোনো উপলক্ষ পেলেই
নিত্যপণ্যের দাম বাড়বে এ যেন এক অলিখিত নিয়ম হয়ে গেছে।
রমজানকে সামনে রেখে প্রতিটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ধাপে ধাপে বেড়ে গেছে। গত এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে মাছ, মাংস, মুরগিসহ প্রায় সব ধরনের সবজির দাম। এছাড়া ইফতার সামাগ্রীর দামও বেড়েছে প্রকার ভেদে। রমজান উপলক্ষে সরকারিভাবে নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দেয়া হলেও ব্যবসায়ীরা নানা অজুহাত তুলে দাম আরও বাড়িয়ে বিক্রি করছেন।
গত এক সপ্তাহের ব্যবধানে মুরগির দাম বেড়েছে কয়েক গুন। ৭দিন আগে প্রতি কেজি কক মুরগি বিক্রি হয়েছিল ২২০ থেকে ৩০ টাকায়, কিন্তু বৃহ¯পতিবার বিক্রি হয়েছে ২৮০টাকা কেজি।বয়লার মুরগি গত সপ্তাহ ১৩০ টাকা কেজি বিক্রি হলেও এখন
সেটা ১৬০ টাকা কেজি বাড়ছেই। কোনো উপলক্ষ পেলেই নিত্যপণ্যের দাম বাড়বে এ যেন এক অলিখিত নিয়ম হয়ে গেছে দৌলতখানে বাজারে।
‘ঈদের আগে লকডাউন শিথিলের চিন্তা করছে সরকার’
মানুষের জীবন ও জীবিকার প্রয়োজনে সরকার ঈদের আগে লকডাউন শিথিলের......বিস্তারিত