জন্মভূমির বৈচিত্র!
আমার প্রিয় জন্মভূমি সোনার বাংলাদেশ, অনেক রুপের বাহার
তাহার নেইতো কোনো শেষ।
এই দেশে আছে গাছ গাছালি,
অনেক পশু- পাখি।
তাহা দেখে জুড়িয়ে যায়,
সব মানুষের আঁখি।
আমার প্রিয় জন্মভূমি এই বাংলাদেশ,
অনেক রুপের বাহার তাহার নেইতো কোনো শেষ। নতুন ধান পাকে দেখ,
আসলে যে হেমন্ত।
দক্ষিন থেকে বাতাস বয়,
আসে যদি বসন্ত।
আমার প্রিয় দেশ হলো এই বাংলাদেশ,অনেক রুপের বাহার
তাহার নেইতো কোনো শেষ।
লেখকঃ
মোঃইমতিয়াজ আহম্মেদ (সামি)
৮ ম শ্রেনী, চতলা মোহাম্মদিয়া মাধ্যমিক
বিদ্যালয়, লালমোহন, ভোলা।
‘স্কুলে পুড়ে মরল ২০ শিশু শিক্ষার্থী’
নাইজারে খড়ের তৈরি একটি স্কুলে অগ্নিকাণ্ডে প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের অন্তত ২০টি......বিস্তারিত