এসএসসি ২০০৬ এবং এইচএসসি ২০০৮ ব্যাচের ভোলার শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৫ মে চরফ্যাশন বেতুয়া প্রশান্তি পার্কে এই আয়োজন করা হয়। চমৎকার আবহাওয়ায় নদীর পারে সবুজ অরণ্যে ভেসে বেড়িয়েছেন বন্ধুরা। কেউ এসেছিলেন পরিবার নিয়ে, কেউ এসেছেন একা। কেউ খুঁজে ফিরেছেন স্বদেশির মুখ। দিনব্যাপী নানা আয়োজনে মুখরিত ছিল অনুষ্ঠান। প্রথমবারে মত সারাজেলা থেকে দুই শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন।
জাতীয় সংগীত এবং ০৬০৮ এর থিম সং এর মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে কেক কাটা, নাচ, গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভোলার প্রতিটি থানা থেকেই অনুষ্ঠানে অংশ নিয়ে দিনটি স্মরণীয় করে রাখেন প্রাক্তণ শিক্ষার্থীরা।
স্কুল-কলেজ জীবনের হারিয়ে যাওয়া বাঁধভাঙা বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেকবার ঝালিয়ে নেওয়ার সুযোগ মেলে এই আয়োজনে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সামাদ আজাদ জুলফিকার, মাহি, মামুন, জহির, সাথি, দিবা, সুমি, মুক্তা, সুজন, সুমন সহ প্রায় দুই শতাধিক।
আয়োজকদের(এসএসসি ০৬ এন্ড এইসএসসি ০৮ অব ভোলা গ্রুপ মডারেটর) মধ্যে ছিলেন শাকিল, মিজানুর, রিয়াজ, ইভা, মুরাদ, হাবিবা, লাভলী, রুহুল, উজ্জ্বল, নাবিল, রুবেল ভুইয়া, রুবেল জমাদার, আব্বাস এবং গ্রুপ ক্রিয়েটর ও এডমিন মমিন শিকদার।
আয়োজকরা জানান, শুধু আনন্দ উল্লাসে সীমাবদ্ধ থাকে না এই ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।
যেকোনো বন্ধুদের ব্লাড সহায়তা, বন্ধুদের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সহ সবাই সবার প্রয়োজনে সাধ্যমত চেষ্টা করে যাওয়া এটাই এই গ্রুপের মূল উদ্দেশ্য।
‘৮৩ বছর বয়সে ৩৫ বছরের স্ত্রীকে দিলেন মাতৃত্বের স্বাদ!’
1448 Shares Share on Facebook Share on Twitter বয়স যে......বিস্তারিত