লালমোহননিউজ টোয়ান্টিফোর ডটকম ডেস্কঃ সংসদ সদস্য (এমপি)পদ থেকে পদত্যাগ করেছেন বাগেরহাট-৩ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় এমপি তালুকদার আবদুল খালেক।
মঙ্গলবার তিনি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগ করেন। এর ফলে তার আসন শূন্য ঘোষণা করেছেন স্পিকার। জাতীয় সংসদ চলাকালীন তিনি ওই আসন শূন্য সংক্রান্ত ঘোষণা পাঠ করেন।
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মনোনীত হওয়ায় এমপি পদ ছেড়ে দিতে হলো তালুকদার আবদুল খালেককে।
এর আগে সোমবার সংসদের সহকর্মীদের কাছ থেকে বিদায় নিয়েছেন তিনি। এ সময় তিনি আবেগ-আপ্লুত হয়ে পড়েন। আগামী দু’একদিনের মধ্যে স্পিকারেরর কাছে পদত্যাগ করবেনও বলেও সেদিন তিনি জানান।
সেদিন কান্নাজড়িত কণ্ঠে তালুকদার খালেক বলেন, আমি এই সংসদে ১৯৯১, ৯৬ এবং ২০০১ নির্বাচনে জয়ী হই। এরপর ২০১৪ সালে বাগেরহাট-৩ থেকে পুনরায় নির্বাচিত হয়েছি। আমি ২০০৮ সালে আওয়ামী লীগের পক্ষ থেকে খুলনা সিটি কর্পোরেশনে মেয়র হিসেবে জয়লাভ করি। তবে ২০১৩ সালে জয়লাভ করতে পারিনি। পরবর্তীতে আবারও সংসদ সদস্য নির্বাচিত হই।
হাসান পিন্টু
‘বিএনপিকে জবাব দিতে আ.লীগ মাঠে থাকবে: তোফায়েল আহমেদ’
1553 Shares Share on Facebook Share on Twitter আওয়ামী লীগ......বিস্তারিত