LalmohanNews24.Com | logo

১১ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ | ২৫শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ

এক বছরে ৩ কোটি ৬৫ লাখ শিশু বাস্তুচ্যুত: ইউনিসেফ

এক বছরে ৩ কোটি ৬৫ লাখ শিশু বাস্তুচ্যুত: ইউনিসেফ

সংঘাত, সহিংসতাসহ নানা কারণে ২০২১ সালে বিশ্বজুড়ে বাস্তুচ্যুত হয়েছে ৩ কোটি ৬৫ লাখ শিশু। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শুক্রবার সংস্থাটি এ দাবি করেছে। প্রতিবেদনে ইউনিসেফ আরো জানায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কখনো এতো সংখ্যক শিশু উদ্বাস্তু হয়নি।

সংস্থাটির হিসেব অনুযায়ী, এর মধ্যে এক কোটি ৩৭ লাখ শিশু বিদেশে শরণার্থী ও আশ্রয় প্রার্থী হিসেবে পাড়ি দিয়েছে। আর ২ কোটি ২৮ লাখ শিশু বাস্তুচ্যুত হয়েছে নিজ দেশেই।

ইউনিসেফের দাবি, তবে এ হিসেবের মধ্যে ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন অভিযানের ফলে কিংবা জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে যেসব শিশু বাস্তুচ্যুত হয়েছে তাদের অন্তর্ভুক্ত করা হয়নি।

ইউনিসেফের ক্যাথরিন এম রাসেল বলছেন, ‘এই তথ্য অস্বীকার করার উপায় নেই যে সহিংসতা ও সঙ্কট দিন দিন বাড়ছে, এখন আমাদের দায়িত্ব ওই শিশুদের রক্ষা করা।’

তবে অন্য একটি হিসেবে ইউনিসেফ জানায়, রাশিয়ার এই হামলার কারণে ২০ লাখ শিশু ইউক্রেন ছেড়েছে। আর ৩০ লাখ শিশু বাস্তুচ্যুত হয়েছে। সূত্র: জাতিসংঘ

-এইচপি

Facebook Comments Box


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

  • সম্পাদক ও প্রকাশক:

    মোঃ জসিম জনি

    মোবাইল: 01712740138
  • নির্বাহী সম্পাদক: হাসান পিন্টু
  • মোবাইলঃ০১৭৯০৩৬৯৮০৫
  • বার্তা সম্পাদক: মো. মনজুর রহমান