ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় দুই রাজ্য আসাম ও মেঘালয়ে বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। চলমান বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৮৩ জনে। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত রাজ্য দুটি।
রোববার (১৯ জুন) আসামের বিভিন্ন এলাকায় বন্যা ও ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ জনে। রাজ্যটির ২৮টি জেলা প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত। ৩২ লাখের বেশি মানুষ শিকার হয়েছে চরম দুর্ভোগের। এরইমধ্যে এক লাখ ৫৬ হাজারের মতো মানুষকে সরিয়ে নেয়া হয়েছে পাঁচ শতাধিক আশ্রয় ক্যাম্পে। বাকিদের উদ্ধারে চলছে তৎপরতা।
অন্যদিকে ৬ দশকের মধ্যে রেকর্ড ঝড়-বৃষ্টি দেখছে আগরতলা। মাত্র ৬ ঘণ্টায় ১৪৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ত্রিপুরার রাজধানীতে, যা ১৯৪০ সালের পর সর্বোচ্চ।
সূত্র: এনডিটিভি
-এইচপি
‘৮৩ বছর বয়সে ৩৫ বছরের স্ত্রীকে দিলেন মাতৃত্বের স্বাদ!’
1448 Shares Share on Facebook Share on Twitter বয়স যে......বিস্তারিত