LalmohanNews24.Com | logo

১৬ই অগ্রহায়ণ, ১৪২৮ বঙ্গাব্দ | ২রা ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ

আনন্দ বিলাসে খাঁন সমাজ

আনন্দ বিলাসে খাঁন সমাজ

এম.ইউ মাহিম, বিশেষ প্রতিবেদক।। পৌষের শীতের আবহে আনন্দ ভোজনের আয়োজন আর মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় শত শত নারী পুরুষ আর তরুন যুবক যুবতীদের মিলনমেলায় পরিনত হল চরছকিনার খাঁন সমাজ। ১লা  জানুয়ারী ২০১৮ ইং তে নতুন বছর কে বরন করতে আয়োজন করা হয় এই বনভোজন ও সাংস্কৃতিক সন্ধ্যার।

বিগত বছরগুলোতেও নতুন বছরকে বরন করতে মহল্লার তরুন যুবকরা নিজেরা চাঁদা তুলে  এমন আয়োজন করেন বলে জানান আয়োজকবৃন্দ। অনুস্ঠানস্থলে গিয়ে দেখা যায় জেনারেটর দিয়ে আলোকসজ্জায় স্টেজ ও প্যান্ডেল নির্মান করা হয়েছে। উপস্থাপনা করছেন রেজাউল করিম রুবেল ও মমিন।

মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় এলাকার তরুন যুবক ও যুবতীরা শালীনতা বজায় রেখে  তাদের  ছন্দময় নৃত্য প্রদর্শন করেন। শত শত নারী পুুরুষ বাহারী রংয়ের ড্রেসে পড়া এমন বৈচিত্র্যময় নৃত্য উপভোগ করেন। নাচে মুগ্ধ হয়ে অনেককে বকশিষ ও করতে দেখা যায়। তরুন অনেক যুবকরা তাদের গলা ছেরে গান ও গেয়ে শোনান। সাংস্কৃতিক অনুস্ঠানের পর রাত ১১:০০ টায় আয়োজন  হয় হাসের মাংস, পোলাও, ডিম সহ বিভিন্ন রকম খাবার। সকলে একত্রে মিলেমিশে খাবার গ্রহনের মধ্য সমাপ্তি হয় খাঁন সমাজের আনন্দ বিলাস।
এইচ.পি
Facebook Comments Box


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!! মোঃ জসিম জনি