এম, আর পারভেজ, রমাগঞ্জ থেকে।। ভোলার লালমোহন উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ রমাগঞ্জের অহংকার পূর্বচরউমেদ আহাম্মদিয়া দাখিল মাদ্রসায় এ বছর জুনিয়র দাখিল পরীক্ষায় ৩৩ জন ছাত্র/ছা্ত্রী পরীক্ষায় অংশ গ্রহন করে জি পি এ’ ৫ (একটি) সহ শতভাগ পাশ করে। ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ২০ জন ছাত্র/ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহন করে জি পি এ ‘ ৫ সহ শত ভাগই উত্তীর্ন হয়।
আগামীকাল ০১ জানুয়ারী ২০১৮ ইং সোমবার ইবতেদায়ী প্রথম শ্রেনী থেকে দাখিল নবম শ্রেনী পর্যন্ত সকল ছাত্র/ছাত্রীদের মাদ্রাসায় উপস্থিত থেকে ভর্তি হয়ে বিনামূল্যে নতুন বই নেওয়ার জন্য বিশেষ ভাবে নির্দেশ দিয়েছেন অত্র মাদ্রাসার সুপার মাওঃ মোঃ অলিউল্যাহ।
‘পদ্মা সেতুর নামে বিদেশী ছবি প্রচার হচ্ছে কেন?’
1889 Shares Share on Facebook Share on Twitter পদ্মা সেতু......বিস্তারিত