LalmohanNews24.Com | logo

১১ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ | ২৫শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ

আংটি খুঁজে পাচ্ছেন না, তাই দিলেন ৯৯৯-এ কল

আংটি খুঁজে পাচ্ছেন না, তাই দিলেন ৯৯৯-এ কল

ঘুম ভাঙতেই হাতের আংটি খুঁজে পাচ্ছিলেন না গৃহবধূ শাহনাজ বেগম। এ নিয়ে স্বামীর সঙ্গে হয় বাকবিতণ্ডা। একপর্যায়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে জানান নিজেকে উদ্ধারের আকুতি।

এমন আকুতিতে তড়িৎগতিতে তার বাড়িতে ছুটে যায় পুলিশ। এরপরই দেখা যায় অদ্ভুতকাণ্ড।  পুলিশ দেখে- স্বামীর সঙ্গে দিব্যি বসে আছেন অভিযোগকারী নারী। জরুরি সেবায় ফোনের বিষয়ে জানতে চাইলে দেন আংটি হারানোর নালিশ।

সোমবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার উত্তর সোনাইছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

সীতাকুণ্ড মডেল থানার এসআই হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে নিজেকে উদ্ধারের আকুতি জানান এক নারী। ফোন পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে জানতে পারি- সকালে ঘুম থেকে উঠে নিজের হাতের আংটি খুঁজে পাচ্ছিলেন না ওই নারী। এ নিয়ে স্বামীকে সন্দেহ করলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। তখনই স্বামীর ওপর ক্ষিপ্ত হয়ে ৯৯৯-এ ফোন দেন তিনি। এর বাইরে অন্য কোনো অভিযোগ আমরা পাইনি। -এইচপি

Facebook Comments Box


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

  • সম্পাদক ও প্রকাশক:

    মোঃ জসিম জনি

    মোবাইল: 01712740138
  • নির্বাহী সম্পাদক: হাসান পিন্টু
  • মোবাইলঃ০১৭৯০৩৬৯৮০৫
  • বার্তা সম্পাদক: মো. মনজুর রহমান