আরশাদ মামুনঃ অসহায় অনাথ এতিম শিশুদেরকে পিতার স্মেহ ভালোবাসা দিয়ে আলোকিত জীবন গড়ার প্রচেষ্টা পড়া লেখা শিখিয়ে মানুষের মত মানুষ হিসেবে তৈরী করার মনবাসনায় অতুলনীয় নন্দিত জননেতা আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। শুধু পড়া লেখাই নয় এসব এতিম শিশুদের মুখে নিজ হাতে পরম যত্নে পিতার মমতায় মুখে আহার তুলে দিয়ে জীবনের সকলকল সুখের তৃপ্তিতে এমপি শাওন।
এসব অনাথ এতিম শিশুদের জন্য এমপি শাওন নিজ অর্থায়নে পিতা আলহাজ্ব নূরুল ইসলাম চৌধূরীর নামে প্রতিষ্ঠিত করেছেন মারকাজুল উলুম কাওমী মাদ্রাসা ও এতিম খানা। নিজ এলাকায় এলেই এমপি শাওন ছুটে আসেন কোমলমতি এসব শিশুদের নিকট। এ জেনো সন্তানের প্রতি পিতার দায়িত্ব বোধের বহি:প্রকাশ। আর শিশুরাও এমপি শাওনকে পেলে জেনো নিজের পিতাকেই খুজে পায়।
হাসান পিন্টু
‘বিএনপিকে জবাব দিতে আ.লীগ মাঠে থাকবে: তোফায়েল আহমেদ’
1553 Shares Share on Facebook Share on Twitter আওয়ামী লীগ......বিস্তারিত