আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য মনোনিত হয়েছেন লালমোহনের জুলফিকার

সাবেক ছাত্রলীগ নেতা

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য মনোনিত হয়েছেন লালমোহনের জুলফিকার

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটি সদস্য মনোনিত হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা সামাদ আজাদ জুলফিকার। তিনি ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের সন্তান। শহীদ পরিবারের সামাদ আজাদ জুলফিকার এর বাবা সালেম হাওলাদার ইউনিয়ন পশ্চিম আওয়ামী লীগের সভাপতি এবং মামা বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ লালমোহন উপজেলা চেয়ারম্যান। 

সামাদ আজাদ জুলফিকার স্কুল জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত হন। ঢাকা কলেজ ছাত্রলীগে যুক্ত হয়ে যুগ্ম আহবায়ক নির্বাচিত হন তিনি। পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি নির্বাচিত হন তিনি। কেন্দ্রীয় ছাত্রলীগের প্রতিটি প্রোগ্রামে তার ছিল সরব উপস্থিতি। তার দক্ষ নেতৃত্বের কারণে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটি সদস্য মনোনিত করা হয়।