এম নয়ন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলা তজুমদ্দিনে শনিবার ১৩সেপ্টেম্বর সকাল ১১টায় তজুমদ্দিন উপজেলাধীন শম্ভুপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড ফরাজি বাড়িতে তজুমদ্দিন উপজেলা শম্ভুপুর ইউনিয়ন উত্তর যুব মহিলা লীগেের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সরকারের তিন মেয়াদের উন্নয়ন তুলে ধরে চতুর্থ বারের মতো এমপি শাওনকে বিজয়ের লক্ষে উঠান বৈঠকে শম্ভুপুর উত্তর যুব মহিলা লীগের ইয়াছমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে মাধ্যমে বক্তব্য দেন ভোলা -৩ এর সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
এমপি শাওন বলেন , শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে চতুর্থবারের মতো নৌকায় ভোট দেয়ার আহ্বান। আওয়ামী লীগ সরকার এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
এই সময় আরও উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক মিনা আলম, যুগ্ম আহ্বায়ক লাকি বেগমসহ যুব মহিলা লীগের বিভিন্ন ইউনিটের নেত্রী বৃন্দ সহ প্রমূখ।
লালমোহননিউজ/ -এইচপি