জনগণের ভাগ্যন্নোয়নে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই: এমপি শাওন

দেশের সাধারণ জনগণের ভাগ্যন্নোয়নে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
মঙ্গলবার সকালে ভোলার লালমোহনের বদরপুর ইউনিয়ন দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ের উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
এমপি নূরুন্নবী চৌধুরী শাওন আরো বলেন, বর্তমান সরকারের আমলে দেশের সকলখাতে উন্নয়ন হয়েছে। মানুষের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে আওয়ামী লীগ সরকার। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ সরকারকে আবারো রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।
বদরপুর ইউনিয়ন দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক তালুকদারের সভাপতিত্বে এ সময় লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
-এইচপি