রাতে খেয়ে একসঙ্গে ঘুমালেন ৬ জন, সকালে আর দেখতে পেলেন না কেউ কাউকে

রাতে খেয়ে একসঙ্গে ঘুমালেন ৬ জন, সকালে আর দেখতে পেলেন না  কেউ কাউকে
ছবি: সংগৃহীত

রাতে শেষবারের মত খাবার খেয়ে পরিবারের গৃহকর্তা এমারুলসহ সবাই ঘুমিয়ে ছিলেন। কিন্তু পরদিন আর ভোর দেখা হল না ওই পরিবারের সদস্যদের। এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একে একে পরিবারের ৬ সদস্যই নিহত হলেন। এমনই এক মর্মস্পর্শী ঘটনা ঘটনা ঘটেছে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার এক আশ্রয়ণ প্রকল্পে।

নিহতরা হলেন- উপজেলার জয়শ্রী ইউনিয়নের শীমের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা এমারুল (৫০), তার স্ত্রী পলি আক্তার (৪৫), ও তাদের চার শিশু সন্তান পলাশ মিয়া (৯), ফরহাদ হোসেন (৭), ফাতেমা বেগম (৫) ও ওমর ফারুক (৩)।

জানা যায়, সোমবার রাত সাড়ে ১২টার দিকে ধর্মপাশার শীমের খাল সরকারি আশ্রয়ণ প্রকল্পের এমারুলের বসত ঘরে আগুন লাগে। রাতে এক সঙ্গে খাবার খেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমাতে যান এমারুলসহ তার পরিবারের সদস্যরা। এরপর রাত সাড়ে ১২টার দিকে বসতঘরে আগুন লাগলে তারা আর ঘর থেকে বের হতে পারেনি। একপর্যায়ে বসতঘরে আটকে পড়ে এমারুলসহ পরিবারে থাকা স্ত্রী, শিশু সন্তান আগুনে পুড়ে মারা যায়।

মঙ্গলবার সকালে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীন অগ্নিকাণ্ডে আশ্রয়ণ প্রকল্পের ঘরে থাকা এমারুলসহ একই পরিবারের ৬ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করলেও ওই বসতঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

লালমোহননিউজ/ -এইচপি