শেখ হাসিনা সরকার দেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছে: এমপি শাওন

আরশাদ মামুন, স্টাফ রিপোর্টার: ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বিএনপি সরকারের আমলে শিক্ষা ব্যবস্থার বেহাল দশা ছিলো এবং শিক্ষকদের অসম্মান করা হতো। তবে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়নের পাশাপাশি শিক্ষকদের সম্মানিত করেছেন।
শনিবার বিকালে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাধ্যমিক স্তরের শিক্ষার মানন্নোয়নে শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন আরো বলেন, সরকার আগামী প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়তে নিরলসভাবে কাজ করছেন। নতুন প্রজন্মকে দক্ষ করে তুলতে শিক্ষকদের ভূমিকাও অপরিসীম।
এ সময় লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, লালমোহন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।