লালমোহনে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ

লালমোহনে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ
ছবি: লালমোহন নিউজ

বিএনপি-জামায়াতের অপরাজনীতি ও নৈরাজ্যের প্রতিবাদে ভোলার লালমোহনে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার ধলীগৌরনগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলসিকদার বাজারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে মধ্যবাজারে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

ধলীগৌরনগর ইউনিয়ন উত্তর আওয়ামী লীগের সভাপতি মো. মাকসুদুর রহমান হাওলাদারের সভাপতিত্বে এতে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

এ সময় তিনি বলেন, বিএনপি এখন ক্ষমতার জন্য টালমাটাল হয়ে পড়েছে। তারা যেকোনো মূল্যে ক্ষমতা চায়। এ জন্য তারা আবারো দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর পায়তারা করছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতাকর্মীরা তা কখনও মেনে নিবে না। আওয়ামী লীগ রাজপথেই ঐক্যবদ্ধভাবে বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র প্রতিহত করবে।

অনুষ্ঠিত শান্তি সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মালেক, মো. দিদারুল ইসলাম অরুন, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, ইউপি চেয়ারম্যান মো. আকতার হোসেন, আবু তাহের, উপজেলা যুবলীগের আহবায়ক মো. আবুল হাসান রিমনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

লালমোহননিউজ/ -এইচপি