লালমোহনে হরেক রকমের ফলে সজ্জিত অধ্যক্ষের ছাদ বাগান
নানান প্রকার ফলের গাছ দিয়ে প্রায় তিন বছর আগে শখ করে ছাদ বাগান গড়ে তোলেন ভোলার লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন।
শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে গড়ে তোলা ওই বাগানে বছর খানেকের মাথায় আসতে শুরু করে ফল। বর্তমানে অধ্যক্ষ মো. রুহুল আমিনের ছাদ বাগানের গাছে ঝুলছে নানা প্রকার ফল। যার মধ্যে রয়েছে; আম, কমলা, লেবু, মাল্টা ও বরইসহ বিভিন্ন প্রকার ফল।
নিজের ছাদ বাগানের বিষয়ে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন লালমোহন নিউজকে জানান, ২০২০ সালের দিকে শখ করেই এই ছাদ বাগান শুরু করি। এরপর বাগানের গাছগুলোতে ফল আসতে শুরু করে। এখন এই ছাদ বাগান থেকেই পাচ্ছি বিষমুক্ত ফল। ভবিষ্যতে এই ছাদ বাগানের পরিধি আরো বাড়ানো হবে।
এ ব্যাপারে লালমোহন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আহসান উল্যাহ বলেন, যেকোনো প্রয়োজনে এসব ছাদ বাগানের মালিকরা কৃষি অফিসে যোগাযোগ করলে তাদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো। এছাড়া, নতুন করে কেউ ছাদ বাগান করতে আগ্রহী হলে তাদেরকেও আমরা প্রয়োজনী পরামর্শসহ সহযোগিতা প্রদান করবো।