তজুমদ্দিনে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য, হত্যা ও অগ্নিসংযোগের প্রতিবাদে ভোলার তজুমদ্দিনে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
রোববার বিকালে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি শান্তি র্যালি বের হয়ে প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তৈয়বুর রহমান মাষ্টারের সভাপতিত্বে শান্তি সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
এ সময় তিনি বলেন, বিএনপি-জামায়াত আবারো প্রমাণ করেছে তারা সন্ত্রাসী দল। তাদের কাজই হলো ধ্বংসাত্মক কাজ করা, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা। তবে বিএনপি-জামায়াতের এসব কর্মকাণ্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথেই মোকাবিলা করবে।
অনুষ্ঠিত সমাবেশে তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, মহিউদ্দিন পোদ্দার, সাংগঠনিক সম্পাদক একেএম শহিদুল্লাহ কিরণ, জেলা পরিষদের সদস্য সভাপতি ইশতিয়াক হাসানসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লালমোহননিউজ/ -এইচপি