নেতাকর্মীদের নিয়ে দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন এমপি শাওন

আরশাদ মামুন, স্টাফ রিপোর্টার: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে ভোলা-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পত্র ২৩ বঙ্গবন্ধু এ্যাভিনিউ দলীয় কার্যালয়ে জমাদেয়ার জন্য হাইকোর্ট মাজার গেট থেকে প্রায় দশ হাজার নেতাকর্মী নিয়ে দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন। ২০ নভেম্বর বেলা ১১ টায় এমপি শাওন মনোনয়ন ফরম জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, আকতার হোসেন হাওলাদার, মনিরুল ইসলাম হাওলাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিউদ্দিন পোদ্দার, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম-আহবায়ক মফিজুল ইসলাম মঞ্জু তালুকদারসহ সকল ইউপি চেয়ারম্যান বৃন্দ এবং আওয়ামী লীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ।
লালমোহননিউজ/ -এইচপি