জাতীয় শিক্ষা সপ্তাহে মাধ্যমিক পর্যায়ে জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান লালমোহন হা-মীম

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ ভোলা জেলায় মাধ্যমিক পর্যায়ে দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। অপরদিকে, তিন ক্যাটাগরিতে প্রতিষ্ঠানটির দুই শিক্ষার্থী জেলায় প্রথম হয়ে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য মনোনিত হয়েছেন।
এরা হলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ এবং বাংলা কবিতা আবৃত্তিতে একাদশ শ্রেণির শিক্ষার্থী সাবিকুন নাহার। এছাড়া, বাংলা রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে নবম শ্রেণির শিক্ষার্থী ইফতেখার আহমেদ জেলায় প্রথম হয়ে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য মনোনিত হন। জেলা শিক্ষা অফিসের সদ্য ঘোষিত ফলাফলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এ ব্যাপারে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, আমরা প্রতিটি শিক্ষার্থীকে একজন পরিপূর্ণ মেধাবী হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে শ্রম দিচ্ছি। এখানের প্রত্যেক শিক্ষক আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করান। যার জন্যই আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন সময় শিক্ষা বিষয়ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এসব শিক্ষার্থীদের সাফল্য কামনা করছি।