নৌকায় ভোট না দিলে আবারো ২০০১ ফিরে আসবে-এমপি শাওন

নৌকায় ভোট না দিলে আবারো ২০০১ ফিরে আসবে-এমপি শাওন
লালমোহনে শুক্রবার জেলেদের মাঝে বাছুর বিতরণ করেন এমপি শাওন।

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় না রাখলে আবারো ২০০১ সাল ফিরে আসবে। বিএনপি-জামায়াতের তান্ডব শুরু হবে। শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই আজ দেশের মানুষ শান্তিতে আছে। দেশে উন্নয়ন হয়েছে।

শুক্রবার লালমোহন উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মাছ ধরা নিষিদ্ধ সময়ে মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থানের জন্য বকনা বাছুর বিতরণকালে তিনি একথা বলেন। 

উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ইমরান-মাহমুদ-ডালিম এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুসসহ আরো অনেকে।

-জেজে