সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করছে: এমপি শাওন

সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করছে: এমপি শাওন
ছবি: লালমোহন নিউজ

যোগাযোগ ব্যবস্থার ওপর দেশের অগ্রগতি নির্ভরশীল হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার বাংলাদেশের প্রতিটি গ্রাম-গঞ্জের যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় ভোলার লালমোহনের নবনির্মিত করিমরোড থেকে ফুলবাগিচা বাজার পর্যন্ত পাকা সড়ক পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি। 

এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে এক সময়ের অবহেলিত অঞ্চলকেও আরো উন্নত করতে কাজ করছে সরকার। বর্তমান সরকার জনগণের অধিকার নিশ্চিতে সর্বদা সচেষ্ট রয়েছে। দেশের উন্নয়ন কর্মকাণ্ডের জন্যই আগামী নির্বাচনেও আওয়ামী লীগ জনগণের ভোটে পূণরায় নির্বাচিত হবে।

সড়ক পরিদর্শনকালে এলজিইডির জেলা নির্বাহী প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল, লালমোহন এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো. মিরাজ হোসেন এবং সার্ভেয়ার বখতিয়া উদ্দিনসহ এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

-এইচপি