দৌলতখানে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ

দৌলতখানে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ
ছবি: লালমোহন নিউজ
মো. হাছনাইন, দৌলতখান থেকে: ভোলার দৌলতখান উপজেলার পশ্চিম রাম রতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে স্কুল প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৌলতখান সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাখাওয়াত হোসেন সোহাগের  সঞ্চালনায় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিরউদ্দিন ভুট্টোর সভাপতিত্বে প্রাধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা স্কয়ার হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট ও শিশু বিভাগের প্রাধান প্রফেসর ডাঃ আফতাব ইউসুফ রাজ।
এসময় বিদ্যালের শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রী অভিভাবক সহ রাজনৈতিক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। পরে কোমলমতি ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়। 
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির কাছে এক অভিধানস্বরূপ। একজন শিক্ষার্থী বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারলে সে কখনই বিপথগামী ও আদর্শচ্যুত হবে না।
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীই আত্মনির্ভরশীল জাতি তৈরি করবে। শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের বঙ্গবন্ধু, স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে এই বইটি পড়ার অনুরোধ জানিয়েছেন বক্তারা। 
লালমোহননিউজ/ -এইচপি