লালমোহনে আওয়ামী লীগের উন্নয়ন শোভাযাত্রা

লালমোহনে আওয়ামী লীগের উন্নয়ন শোভাযাত্রা
লালমোহনে উন্নয়ন শোভাযাত্রায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ছবি: লালমোহন নিউজ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিতের লক্ষ্যে ভোলার লালমোহনে উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের আয়োজনে ওয়েস্টার্ণপাড়া থেকে শোভাযাত্রাটি বের হয়ে চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

এ সময় তিনি বলেন, বিএনপি-জামায়াত আগুন সন্ত্রাসের মাধ্যমে কখনো ক্ষমতায় আসতে পারবে না। এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দেশের জনগণ বিএনপি-জামায়াতকে অবাঞ্ছিত করেছে। এখন আর তাদের কোনো জনপ্রিয়তা নেই। যার জন্যই তারা কোনো আন্দোলন-সংগ্রামে সফল হতে পারেন না।

বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন- লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, পৌরসভা অুাওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম মঞ্জু তালুকদার, আ.ন.ম. শাহ্ জামাল দুলাল, কাউন্সিলর সাইফুল কবীর, জাহিদুল ইসলাম নবীন, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুল আলম মাজেদসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

লালমোহননিউজ/ -এইচপি