LalmohanNews24.Com | logo

৩১শে আশ্বিন, ১৪২৮ বঙ্গাব্দ | ১৬ই অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ

৬ বছরেও হয়নি নতুন ভবন, পুরোনো দুর্ভোগ নিয়ে স্কুলে ফিরবে শিক্ষার্থীরা

৬ বছরেও হয়নি নতুন ভবন, পুরোনো দুর্ভোগ নিয়ে স্কুলে ফিরবে শিক্ষার্থীরা

ভোলার লালমোহনে স্কুলের পাকা ভবন ভেঙ্গে নেওয়ার ৬ বছরেও হয়নি নতুন ভবন। তার পরিবর্তে ছোট্ট একটি টিন শেড ঘরে এই ৬ বছর কার্যক্রম চলছে উপজেলার দক্ষিণ বাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। করোনা ভাইরাসের বন্ধের দীর্ঘ সময় পার করে ১২ সেপ্টেম্বর স্কুল খুলে ওই বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থী ক্লাসে ফিরবে পুরোনো দুর্ভোগ নিয়ে। স্কুলে নেই পাঠদানের সুষ্ঠু পরিবেশ। মাথার উপর উত্তপ্ত টিনের তাপে শিশু শিক্ষার্থীদের সীমাহীন কষ্ট সহ্য করতে হয়। বৃস্টির দিনে থৈ থৈ পানিতে চলে ক্লাস।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সবুর জানান, ২০১৫ সালে স্কুলের পুরোনো ২টি ভবন ভেঙ্গে নেওয়া হয়। এরপর নতুন করে আর ভবন নির্মাণ করা হয়নি। বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীদের জন্য ছোট্ট একটি টিনশেড ঘর নির্মাণ করা হয়েছে। যাতে ক্লাস করতে দুর্ভোগ পোহাতে হয়। শিক্ষার্থীদের জায়গার সংকুলান হয় না। নতুন ভবন নির্মাণ না হলে কোমলমতি শিশুদের কষ্ট দূর হবে না।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আকতারুজ্জামান মিলন জানান, লালমোহনে ২০৮ টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে একতলা ভবন আছে ১৫টি এবং টিন শেডের স্কুল আছে ৭টির মতো। এসবে এখন ক্লাস করা কষ্টকর হচ্ছে। নতুন ভবন চেয়ে চিঠি প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!! মোঃ জসিম জনি