ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় উড্ডয়নের কিছু সময়ের মধ্যেই শ্রীবিজয়া এয়ারলাইন্সের একটি প্লেন নিঁখোজ হয়ে গেছে। ওই প্লেনে ৫৯ জন আরোহী রয়েছেন বলে জানা গেছে।
ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, উড্ডয়নের পর থেকে ইন্দোনেশিয়ার শ্রীউইজায়া এয়ার নিখোঁজ রয়েছে। বিমানটি দেশটির পূর্ব কালিমানটান রাজ্যের পনটিয়ানাকের উদ্দেশে রওনা হয়েছিল।
আল জাজিরা জানায়, ট্র্যাকিং ডাটা ও রেজিস্ট্রেশনের যাবতীয় তথ্য অনুসারে বিমানটি ২৭ বছরের পুরনো বোয়িং ৭৩৭-৫০০।
Sriwijaya Air flight #SJ182 lost more than 10.000 feet of altitude in less than one minute, about 4 minutes after departure from Jakarta.https://t.co/fNZqlIR2dz pic.twitter.com/MAVfbj73YN
— Flightradar24 (@flightradar24) January 9, 2021
জাকার্তা ভিত্তিক টিভি চ্যানেল মেট্রো টিভির বরাত দিয়ে তুরস্কের সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ জানায়, ইতিমধ্যে জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা এবং জাতীয় পরিবহন নিরাপত্তা কমিটি তদন্ত শুরু করেছে। ৫৯ জন আরোহীর মধ্যে ৭জন শিশু ও ৬জন ক্রু রয়েছে বলে জানা গেছে।
‘আলহাজ্ব ইউনুছ মিয়া লালমোহনের শিক্ষা বিস্তারে নিবেদিত প্রাণ’
Jasim Jany: লালমোহনের বিশিস্ট শিক্ষাবিদ সর্বজন সুপরিচিত আলহাজ্ব ইউনুছ মিয়া স্যারের ২৪তম......বিস্তারিত