প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ভোলার তজুমদ্দিনে ২ হাজার অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। শনিবার সকালে উপজেলার চাঁচড়া ও চাঁদপুর ইউনিয়নের আবাসন প্রকল্পের মাঠে পৃথকভাবে এই শীতবস্ত্র তুলে দেন তিনি।
এসময় এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, সরকারের যুগান্তকারী পদক্ষেপে দেশ এখন উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আজ তাঁরই কন্যা শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দেশের আরো উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে আবারো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আনতে হবে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ওসি মাকসুদুর রহমান মুরাদ, ইউপি চেয়ারম্যান আবু তাহের মিয়া ও শহিদুল্যাহ কিরণ প্রমুখ।
‘রজব মাসের ফজিলত ও আমল’
1436 Shares Share on Facebook Share on Twitter ‘রজব’ শব্দের......বিস্তারিত