LalmohanNews24.Com | logo

৩রা মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ | ১৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ

২৯ বছর বয়সী ছেলের মা ঐশ্বরিয়া!

২৯ বছর বয়সী ছেলের মা ঐশ্বরিয়া!

বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিজের মা বলে দাবি করেছেন ভারতের অন্ধ্র প্রদেশের এক যুবক। ২৯ বছর বয়সী সংগীত কুমার দাবি করেছেন ঐশ্বরিয়ার গর্ভে কৃত্রিম প্রজনন পদ্ধতিতে তার জন্ম হয়!

বিশাখাপত্তনমের বাসিন্দা সঙ্গীত গণমাধ্যমের কাছে দাবি করেন ১৯৮৮ সালে তার জন্ম। জন্মের পর প্রথম দুই বছর নাকি তিনি মুম্বাইয়ে ঐশ্বরিয়ার পরিবারের সঙ্গেই থাকতেন। ঐশ্বরিযার প্রয়াত বাবা কৃষ্ণরাজ রাই ও মা বৃন্দা রাইকে তিনি নিজের নানা-নানী হিসেবে দাবি করেছেন।

তবে যে সময়ে কথা সংগীত বলছেন, সেসময় ঐশ্বরিয়া রাই বচ্চন ছিলেন ১৪ বছরের কিশোরী। এই বয়সে কী করে তিনি সন্তানের জন্ম দিলেন, সে বিষয়ে অবশ্য মুখ খোলেন নি সংগীত।

তিনি সাংবাকিতদের আরও বলেন, অভিষেক বচ্চনের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে তার ‘মা’য়ের। আর তাই তিনি চান মায়ের সঙ্গে কর্ণাটকে থাকতে!-সূত্র : আনন্দবাজার

 

হাসান পিন্টু

Facebook Comments Box


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!! মোঃ জসিম জনি