হাসান পিন্টু, লালমোহননিউজ২৪ ডটকমঃ লালমোহন উপজেলার সদর লালমোহন ইউনিয়নের প্রাণ কেন্দ্র ফুলবাগিচায় বিগত ২১ বছরের ধারাবাহিকতায় এবারও শুরু হতে যাচ্ছে ৫ দিন ব্যাপী ২২ তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আগামী বুধবার থেকে ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে ৫ দিনের ওয়াজ মাহফিল।
জানা যায়, ৫ দিনের এই মাহফিলে কোরআন থেকে তাফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছেরে কোরআন মাওঃ আবুল কাসেম আশরাফী, বিশিষ্ট ইসলামী চিন্তবীদে মোফাচ্ছেরে কোরআন মাওঃ শাহ নেয়ামত উল্লাহ আমিনী ও প্যান ভিশন, এশিয়ান, একুশে টেলিভিশন এবং কালার্স এফ.এম রেডিও”র উপস্থাপক মুহাম্দ কামরুল হাসান শাহীন প্রমূখ।
ফুলবাগিচা তাফসির কমিটি জানান, আমরা বিগত বছরগুলোতে এলাকাবাসীর সহযোগিতায় সাফল্যর সাথে এ তাফসির পরিচালনা করে আসছি। আশা করি এবছরও আল্লাহর রহমতে সফলতার সহিত তাফসির সম্পন্ন করতে পারবো। আমাদের এ মাহফিলে সকল ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ তাফসির শোনার আহবান করছি।
‘সৌদি-আমিরাতে আশঙ্কাজনক হারে বাড়ছে বন্ধ্যাত্ব’
1157 Shares Share on Facebook Share on Twitter মধ্যপ্রাচ্যের দুই......বিস্তারিত