1213
Shares
ভোলার তজুমুদ্দিনে হত্যা মামলার আসামিকে পুলিশের হাতে ধরিয়ে দেয়ায় ৯৯৯-এ অভিযোগ করে ব্যবসায়ীকে গ্রেফতারের হুমকি দেওয়ায় এক নারীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। অভিযুক্ত ওই নারীর নাম কুলসুম বেগম। সে উপজেলার চর মোজাম্মেল এলাকার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা সুফিয়ানের স্ত্রী। ওই নারীর মায়ের বিরুদ্ধে একটি হত্যা মামলা থাকায় তাকে গ্রেফতারে পুলিশকে সহযোগিতা করায় তাদের মধ্য বিরোধ সৃষ্টি হয়।
সাধারণ ডায়েরী সুত্রে জানা যায়, গত ১৫ ই মে সকাল সাড়ে দশটার দিকে চর মোজাম্মেল মনির ডাক্তারের দোকানে বসে ওই নারী নিরব ও তার সহযোগীদের দেখে নেয়ার হুমকি দেয়। এক পর্যায়ে কুলসুম তাদেরকে ৯৯৯ কল দিয়ে গ্রেপ্তার করার ভয় দেখায়। এই অভিযোগ ১৭মে তজুমদ্দিন থানার একটি সাধারণ ডায়রী করেছেন ব্যবসায়ী নিরম জিডি নং ৫৭৫।
জিডি ও ঘটনার সুত্রে জানা যায়, কুলসুমের বোন জহুরা বেগমের সাথে হাতিয়ার টাংকির চর এলাকার এক যুবকের সাথে পরকীয়ার সম্পর্ক ছিল। পরকীয়া প্রেমিকের সাথে মনোমালিন্যের সুত্র ধরে কুলসুমের মা ও বোনের বিরুদ্ধে পরকীয়া প্রেমিককে হত্যার অভিযোগে হাতিয়া থানায় একটি মামলা হয়।
মামলার পর গ্রেপ্তারের ভয়ে কুলসুমের মা ও বোন হাতিয়া থেকে পালিয়ে চর মোজাম্মেল তার কাছে অবস্থান নেয়। হাতিয়া পুলিশ বিষয়টি জেনে স্থানীয় মৎস্য ব্যবসায়ী নিরব বেপারীর সহযোগিতা চায়। পরে নিরব বেপারী, ইদ্রিস সারেং, মনির কারি ও আনোয়ারসহ কয়েকজন আড়তদার মিলে কুলসুমের মা কে পুলিশের হাতে তুলে দেয়।
এ ঘটনার সূত্র ধরে গত ১৫ ই মে সকাল সাড়ে দশটার দিকে চর মোজাম্মেল মনির ডাক্তারের দোকানে বসে ওই নারী নিরব ও তার সহযোগীদের দেখে নেয়ার হুমকি দেয়। এক পর্যায়ে কুলসুম তাদেরকে ৯৯৯ কল দিয়ে গ্রেপ্তার করার ভয় দেখায়। -এইচপি
Facebook Comments Box
‘৮৩ বছর বয়সে ৩৫ বছরের স্ত্রীকে দিলেন মাতৃত্বের স্বাদ!’
1448 Shares Share on Facebook Share on Twitter বয়স যে......বিস্তারিত