LalmohanNews24.Com | logo

২১শে জ্যৈষ্ঠ, ১৪২৭ বঙ্গাব্দ | ৪ঠা জুন, ২০২০ ইং

স্মৃতিগুলোও আজ অবহেলিত!

এম আক্তার হোসেন এম আক্তার হোসেন

ধলিগৌরনগর ইউনিয়ন প্রতিবেদক

প্রকাশিত : অক্টোবর ০৩, ২০১৮, ১৮:৪২

স্মৃতিগুলোও আজ অবহেলিত!

এম. আক্তার হোসেন, গোপালপুর, গৌরনদী-বরিশাল থেকে ফিরে: কুন্ড বাড়ি। বরিশালের গৌরনদী থেকে ২০ কিলো দূরে গোপালপুরে অবস্থিত এটি। এই কুন্ড বাড়িটি প্রায় ২১৩ বছর আগে এটি নির্মাণ করেন ব্রিটিশরা। সেখানে তারা নিজেদের শাসনকার্য পরিচালনা করার জন্যই মূলত এটি নির্মাণ করা হয়। ব্রিটিশদের শাসনামলে স্থানটি ছিলো অত্যান্ত সুদর্শীনিয়। তবে বর্তমানে এর অবস্থা খুবই নাজুক। তবুও এর মধ্যেই  প্রতি বছর খুব জমকালোভাবে পালন হয় কালি পূঁজা। স্থানটি সংরক্ষণ ও সংস্কারের দাবী জানিয়েছেন এর সাথে সংশ্লিষ্টরা।

 

বংশীয় সূত্রে এখানে বসবাস করছেন বলরাম কুন্ড। তিনি বলেন, এক সময় এখানে অনেক মানুষের সমাগম হতো। তবে সময়ের বির্বতনে এখন মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে এখান থেকে। কারণ এখন এই বাড়িটির অবস্থা খুবই খারাপ। যেকোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। তাই আমাদের দাবী ঐতিহাসিক স্থাপনা হিসেবেও সরকারিভাবে যেনো এই বাড়িটি সংরক্ষণ ও সংস্কার করা হয়।

হাসান পিন্টু

Facebook Comments


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!! মোঃ জসিম জনি