লাগাতার নজিরবিহীন তুষারঝড়ে বিপর্যস্ত স্পেন। তুষারপাত ভেঙে দিয়েছে গত ৫০ বছরের রেকর্ড। তুষারপাতে ঢাকা পড়েছে বিস্তীর্ণ এলাকা। এনডিটিভি সূত্রে খবর, তুষারঝড় ফিলোমেনায় এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর মিলেছে। সমস্ত পরিবহণ থমকে যাওয়ায় স্টেশন, বিমানবন্দর, ও গাড়ির ভিতরে আটকে রয়েছেন হাজার হাজার মানুষ। জরুরি অবস্থা জারি হয়েছে রাজধানী মাদ্রিদ-সহ বেশ কয়েকটি রাজ্যে। কোথাও কোথাও তিন ফুটেরও বেশি বরফের স্তর জমে গেছে। স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, মাদ্রিদে বরফের স্তূপের নিচ থেকে ৫৪ বছরের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
‘আলহাজ্ব ইউনুছ মিয়া লালমোহনের শিক্ষা বিস্তারে নিবেদিত প্রাণ’
Jasim Jany: লালমোহনের বিশিস্ট শিক্ষাবিদ সর্বজন সুপরিচিত আলহাজ্ব ইউনুছ মিয়া স্যারের ২৪তম......বিস্তারিত