LalmohanNews24.Com | logo

৩রা আষাঢ়, ১৪২৬ বঙ্গাব্দ | ১৭ই জুন, ২০১৯ ইং

স্ত্রীকে নিয়ে সাবেক প্রেমিকার মুখোমুখি শাহরুখ, অতঃপর…

স্ত্রীকে নিয়ে সাবেক প্রেমিকার মুখোমুখি শাহরুখ, অতঃপর…

শাহরুখ-প্রিয়াংকা জুটি শুধু সিনে পর্দায় নয়, বাস্তবেও যে এর দেখা মিলতে যাচ্ছিল এ কথা সবারই জানা।

সেই সময় ভারতীয় সংবাদমাধ্যমগুলোতেও উঠে এসেছিল যে কথাটি-দুবাইয়ে গোপনে নাকি শাহরুখ ও প্রিয়াংকা বিয়েও সেরে ফেলেছিলেন।

প্রিয়াংকা থেকে শাহরুখকে সরিয়ে আনতে তখন অনেক বুদ্ধিও এঁটেছিলেন শাহরুখপত্নী গৌরি খান। এবং সফলও হয়েছেন।

উল্লেখ্য, বিগবির সুপারহিট ‘ডন’ ছবির রিমেকে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে গিয়ে প্রিয়াংকার সঙ্গে সম্পর্কে জড়ান শাহরুখ।

তবে শাহরুখ-প্রিয়াংকার প্রেমবিচ্ছেদের পর তাদের আর একসঙ্গে দেখা যায়নি কোনো সিনেমায়। শাহরুখের বাড়ি ‘মান্নাতে’ যাওয়াও বন্ধ হয়ে যায় পিগির।

কিন্তু সম্প্রতি মুকেশ আম্বানিকন্যা ঈশা আম্বানি ও আনন্দ পিরামলের বিয়েতে শাহরুখ খানের স্ত্রীর সঙ্গে মুখোমুখি দেখা হয়েই যায় সদ্য বিবাহিত প্রিয়াংকা চোপড়ার।

গৌরির সঙ্গে ছিলেন শাহরুখ ও প্রিয়াংকার সঙ্গে নিক জোনাস।

এ বিষয়ে খুব উৎসাহী ছিলেন ভারতীয় পাপারাজ্জিরা।

বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর-ঈশা আম্বানির বিয়েতে স্ত্রী গৌরি খানকে নিয়ে যেমন সেখানে হাজির হন শাহরুখ খান, তেমনি নিক জোনাসকে নিয়ে হাজির হন প্রিয়াংকা চোপড়া।

আর সেখানেই হঠাৎ প্রিয়াংকা-নিকের মুখোমুখি পড়ে যান গৌরি খান। তবে পাপারাজ্জিসহ অনুষ্ঠানের সবাইকে অবাক করে দেন গৌরি খান।

তিনি প্রিয়াংকার কাছে গিয়ে আলাপচারিতায় মেতে ওঠেন। বিয়ে প্রসঙ্গেও জিজ্ঞেস করেন।

সে ক্ষেত্রে প্রিয়াংকাও পিছিয়ে যাননি। বরং নিকের সঙ্গে শাহরুখপত্নীর পরিচয় করিয়ে দেন।

এভাবেই আম্বানি বাড়ির বিয়েতে প্রিয়াংকা ও গৌরির মধ্যে সৌজন্য বিনিময় হয়।

তবে ঘটনায় বলিপাড়ায় যে গুঞ্জন শুরু হয়েছে, তা হল-২০ ডিসেম্বর প্রিয়াংকা-নিকের বিয়ের দ্বিতীয় এবং শেষ অভ্যর্থনায় কী শাহরুখ ও গৌরিকে আমন্ত্রণ জানাবেন প্রিয়াংকা?

অনেকের মাঝে যে প্রশ্ন জেগেছে- ‘মান্নাতে’ কী পা রাখতে যাচ্ছেন প্রিয়াংকা?

তবে ভারতীয় মিডিয়াগুলো বলছে-প্রিয়াংকা-নিকের বিয়ের পর যাতে শাহরুখকে জড়িয়ে কোনো গুজব বা গুঞ্জন না ছড়ায়, সেদিকে নজর রেখেই সৌজন্য সাক্ষাৎ করেছেন কিং খানপত্নী।

এর চেয়ে বেশি কিছু নয়। তবু ভক্ত ও সিনেপ্রেমীরা চেয়ে আছেন আজ ২০ ডিসেম্বরের দিকে।

Facebook Comments


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি