প্রথমবারের মতো বিচারকের আসনে বসতে যাচ্ছেন ধর্মীয়ভাবে রক্ষণশীল দেশ সৌদি আরবের নারীরা। গেল কয়েক বছর ধরে সামাজিকসংস্কারে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে দেশটি। তারই অংশ হিসেবে এবার নারীদের বিচারক হিসেবে নিয়োগ হবে।
সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের নারীর ক্ষমতায়ন বিষয়ক আন্ডারসেক্রেটারি হিন্দ আল-জাহিদ এমন তথ্য জানিয়েছেন।
আল-জাহিদ বলেন, সৌদি নারীরা খুব তাড়াতাড়ি বিচারকের আসনে বসতে যাচ্ছে। এর জন্য কয়েকটি পর্যায়ে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আল আরাবিয়ার কাছে এক সাক্ষাতকারে আল জাহিদ নারীর ক্ষমতায়নের বিষয়ে সৌদি সরকারের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন। উদাহরণ হিসেবে তিনি বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টির কথা বলেন। আন্তর্জাতিক স্বীকৃতি সৌদি আরবের নারী অধিকারের অগ্রগতি প্রমাণ করে উল্লেখ করে তিনি বলেন, দেশের শ্রম বাজারে নারীর অংশগ্রহণ প্রত্যাশার চেয়ে বেশি হয়েছে।
শ্রমবাজারে নারীদের অংশগ্রহণের হার বর্তমানে ৩১ শতাংশ উল্লেখ করে আল জাহিদ বলেন, এটা অনেক বড় অগ্রগতি। সিভিল সার্ভিস সেক্টরে নারীদের অংশগ্রহণের হার ৩৯ শতাংশ থেকে ৪১ শতাংশে বৃদ্ধি পেয়েছে।
‘বাংলাদেশ ও ভারতকে যুক্ত করছে যে নদীসেতু’
Jasim Jany: বাংলাদেশ ও ভারত সীমান্তে দুই দেশের মধ্যে সংযোগের জন্য ফেনী......বিস্তারিত