LalmohanNews24.Com | logo

১৮ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ৪ঠা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ

সুন্দরী স্ত্রী জান্নাতের কাছে পৌঁছে দেবে: মুফতি আনাস

সুন্দরী স্ত্রী জান্নাতের কাছে পৌঁছে দেবে: মুফতি আনাস

ঢাকা | সোমবার, ০৪ জানুয়ারি ২০২১ | ২০ পৌষ ১৪২৭ |  ০৬:০০ |

২৫ °সে

সুন্দরী স্ত্রী জান্নাতের কাছে পৌঁছে দেবে: মুফতি আনাস

facebook sharing button
twitter sharing button
messenger sharing button
whatsapp sharing button
sharethis sharing button
সুন্দরী স্ত্রী জান্নাতের কাছে পৌঁছে দেবে: মুফতি আনাস

সুন্দরী স্ত্রী জান্নাতের কাছে পৌঁছে দেবে: মুফতি আনাস। ছবি: সংগৃহীত
Nogod

সবাই ২০২০-কে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণে ব্যস্ত। করোনা ভাইরাস মহামারির কারণে গত বছর ছিল প্রায় সবার জন্যই বিষাদের, আতঙ্কের ও শোকের। তবে বলিউড জগত ত্যাগ করা অভিনেত্রী সানা খান ও তার মাওলানা স্বামী মুফতি সাঈদ আনাসের জন্য করোনার বছরটি রঙিন হয়েই থাকবে স্মৃতিতে।

কারণ, সে বছরই তারা একে অপরের দেখা পান। বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। এর পর থেকেই আলোচনায় রয়েছেন দুজন। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে নিয়মিত তারা। সেই সুবাদে তাদের ফলোয়ারও বাড়ছে দিনেদিন। প্রায় প্রতিদিনই সানা ও তার স্বামী কিছু না কিছু পোস্ট করে চলেছেন তাদের ইনস্টাগ্রাম আইডিতে। সেগুলো মুহূর্তেই ভাইরাল হচ্ছে।

সর্বশেষ নতুন বছর উপলক্ষে মুফতি আনাস তার স্ত্রী সানার সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘সে সুন্দরী স্ত্রী নয় যে তোমার প্রাণ জুড়ায় বরং প্রকৃত সুন্দরী স্ত্রী সে-ই যে তোমাকে জান্নাতের কাছে পৌঁছে নেয়। সানা খানকে আমার স্ত্রী বানিয়ে মহান আল্লাহ আমার ওপর দয়া করেছেন।’

সেই ছবিতে সানা খানকে দেখা গেল- লাল বিয়ের পোশাক পড়েছেন। আর মুফতি আনাস পরে আছেন সাদা পোশাক। দুজন হেঁটে যাচ্ছেন অন্ধকারের দিকে। কারোই চেহারা দেখা যাচ্ছে না।

এদিকে সানা খানও স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। সেখানে তিনি মুফতি আনাসকে পেয়ে নিজেকে ভাগ্যবতী বলে দাবি করেন।

Facebook Comments


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!! মোঃ জসিম জনি