LalmohanNews24.Com | logo

৪ঠা আশ্বিন, ১৪২৮ বঙ্গাব্দ | ১৯শে সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ

বিজ্ঞাপন

সানি লিওন এখন…

‘বেবি ডল’ এবার দিল্লিতে। অমিতাভ বচ্চন, অনিল কপূর, শাহরুখ খান কিংবা সলমন খানের সঙ্গে এক সারিতেই তিনি। রাজধানীর মাদাম তুসোর মিউজিয়ামে এবার বসল সানি লিওনের মূর্তি। মঙ্গলবার একটি অনুষ্ঠানে সানি নিজেই উদ্বোধন করলেন সেই মূর্তির। বললেন, ‘‘আমি অসম্ভব খুশি এই মূর্তিটা দেখে।এত নিখুঁত এটা। অনেকদিন ধরে অনেক শিল্পীরা মিলে চেষ্টা করছেন আমার এই মূর্তিটা তৈরি করতে। এই ধরনের কাজ অত্যন্ত প্রশংসনীয়।’’

সানির কথায়, ‘‘এই মিউজিয়াম মানুষের কাছে একটা অন্যতম আকর্ষণের কারণ। আর সেই মিউজিয়ামেই তাঁর মূর্তি বসল।

এটা ভেবেই তাঁর অসম্ভব ভাল লাগছে।’’

বলিউডের অন্যতম জনপ্রিয় মুখ সানি। বললেন, ‘‘নিজের মূর্তি দেখে আমি খুব এক্সাইটেড। অত্যন্ত সম্মানিত বোধ করছি এ রকম একটা সংগ্রহশালায় আমার মূর্তি বসানোয়।’’

তবে শুধু সানি নন, তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবারও উচ্ছ্বাস প্রকাশ করেন সানির মূর্তি দেখে। নিজের ছবি ও ভিডিয়ো পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।

সানি এর আগেও জানিয়েছিলেন, ‘‘মাদাম তুসোয় মূর্তি বসানোর জন্য আমায় সিটিং দিতে হয়েছিল শিল্পীদের সঙ্গে। এটা অসম্ভব ভাল একটা অভিজ্ঞতা। এটা আমি কখনও ভুলতে পারব না।’’

সূত্র: আনন্দবাজার

Facebook Comments Box


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!! মোঃ জসিম জনি