LalmohanNews24.Com | logo

৭ই আশ্বিন, ১৪২৬ বঙ্গাব্দ | ২২শে সেপ্টেম্বর, ২০১৯ ইং

সানি লিওনের যত সম্পত্তি

সানি লিওনের যত সম্পত্তি

বলিউডে যারাই আসেন তারাই যে ফিল্মি পরিবার থেকে আসেন এমন নয়। অনেককেই খেটে খুটে এত বড় ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিতে হয়। একদিনে কেউ স্টার হয়ে যায় না। আর স্টার হলেই তাদের গাড়ি বাড়ির কমতি থাকে না।

এমন একজন বলিউডি স্টারের বিষয়ে বলছি যার ভারতে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে একটি করে বাংলো রয়েছে। মুম্বইতে যেটি রয়েছে তার অর্থমূল্য ৩ কোটি এবং আমেরিকারটির আর্থিক মূল্য ১৯ কোটি।

নাম বললে আপনারা সবাই তাকে একডাকে চিনবেন। খুব অল্প সময়েই তিনি বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন। তিনি হলেন সানি লিওনি। ২০১২ তে তার প্রথম সিনেমা মুক্তি পায়। কেরিয়ারে এখনও পর্যন্ত ১৭ টি সিনেমা করেছেন। যার মধ্যে ২ টি সুপারহিট।

সানি লিওনির প্রায় ৯৭ কোটি টাকার সম্পত্তি রয়েছে। এছাড়াও তার বার্ষিক আয় ২ কোটি। এছাড়াও তার গাড়িশালে চোখধাঁধানো গাড়ির সংখ্যা দেখবার মতো। এক একটি গাড়ির আর্থিক মূল্যই প্রায় ১.২ কোটি।

Facebook Comments


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!! মোঃ জসিম জনি