ইব্রাহিম আকাশ, লালমোহনঃ লালমোহন প্রেসক্লাব ও লালমোহন রিপোর্টাস ইউনিটির সাবেক সাংগঠনিক জাতীয় দৈনিক সংবাদ ‘র ক্রাইম রিপোর্টার সাংবাদিক সাইফ বাবলুর পিতা সমাজ সেবক মো:দেলোয়ার হোসেনের মূতুতে শোকসভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। শু্ক্রবার আসরবাদ লালমোহন প্রেসক্লাব মিলানায়তনে এই দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।
সভায় তার আত্তার শান্তি কামনা করা হয়। লালমোহন প্রেসক্লাব এর সভাপতি আবদুস সাওার এর সভাপতিত্ব দোয়া মুনাজাতে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারন সম্পাদক জসিম জনি অর্থ সম্পাদক মাকছুদউল্লা লালমোহন রিপোর্টাস ইউনিটির সভাপতি আমজাদ হোসেন, সাধারন সম্পাদক শাহিন আলম মাকসুদ, সাংবাদিক ফোরামের সভাপতি এনামুল হক রিংকু, সাংগঠনিক সম্পাদক হাসান পিন্টু, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক অপু হাসান, সাংবাদিক মিজানুর রহমান, শাহ আবদুল মোতালেব, ফয়েজ ফ্যাশন ইউছুফ আহমেদ, এম আর পারভেজ, মিজান হাওলাদার, ইব্রাহিম আকাশ, রিপন প্রমুখ।
হাসান পিন্টু
‘বিএনপিকে জবাব দিতে আ.লীগ মাঠে থাকবে: তোফায়েল আহমেদ’
1553 Shares Share on Facebook Share on Twitter আওয়ামী লীগ......বিস্তারিত