বছরের শুরুতে নতুন বই হাতে পেয়ে ভোলার লালমোহনের লক্ষাধিক শিক্ষার্থীদের মাঝে উৎসব বিরাজ করছে। ১ জানুয়ারি রোববার সকালে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
রবিবার লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে পাঠ্যপুস্তক বিতরণ দিবস ও বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেছেন, শিক্ষাবান্ধব সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের সফল শিক্ষা নীতির সেরা উপহার নতুন বছরে নতুন বই। দেশে শিক্ষা ক্ষেত্রে কোন বৈষম্য থাকবে না। বঙ্গবন্ধুর কন্যা বাঙালি জাতিকে নিরক্ষর মুক্ত করতে বিনামূল্যে বই বিতরণ করছেন। শেখ হাসিনার নেতৃত্বে বহির্বিশ্বে বাঙালিরা আজ শিক্ষিত জাতির মর্যাদা পেয়েছে।
লালমোহন উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সরূপ মাধ্যমিকে ৩৬ হাজার, স্বতন্ত্র ও সংযুক্ত প্রতিষ্ঠানে ৩৪ হাজার এবং প্রাথমিক বিদ্যালয়ে ৪১ হাজার ৫০০ বই উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বিতরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আক্তারুজ্জামান মিলনসহ আরো অনেকে।
‘রজব মাসের ফজিলত ও আমল’
1436 Shares Share on Facebook Share on Twitter ‘রজব’ শব্দের......বিস্তারিত